॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা পরিষদে নতুন পরিষদ কোন প্রকার অনিয়ম ও দুর্নূীতিতে আশ্রয় নিবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, রাঙ্গামাটি জেলা পরিষদে চলমান শিক্ষক নিয়োগ কার্যক্রমে কোন প্রকার দুর্ণীতির আশ্রয় নেয়া হবে না। কেউ যদি এই দুর্নীতির সন্ধান পান তাহলে সংবাদ পরিবেশন না করে সরাসরি এসে আমাদেরকে জানান। আমি ও আমার পরিষদ এর ব্যবস্থা গ্রহণ করবো।
০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বাজেট ঘোষণা কালে বক্তব্যে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরে ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। বাজেটে পরিষদের সংস্থাপন ব্যয় , উন্নয়ন ব্যয় ও আপদকালীন ব্যয় মিলে মোট ১৩ টি খাতে ৮৩ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করে সরকারের কাছে থোক বরাদ্দ পাওয়ার প্রস্তাব করা হয়েছে। এবারের ব্যয় প্রস্তাব গত বছরের তুলনায় সাড়ে ৫ কোটি টাকা বেশি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন প্রকল্প ব্যয় ৬৮ কোটি এবং সংস্থাপন ব্যয় ১০ কোটি, আপদকালীন ব্যয় ২ কেটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে নিজস্ব আয় তিন কোটি এবং সরকারের থোক বরাদ্দ ৮০ কোটি টাকা। বাজেটে শিক্ষা, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ খাতে সর্বোচ্ছ গুরুত্ব দেয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো ঃ আশরাফুল ইসলাম , সদস্য অংসু চাইন চৌধুরী , ঝর্না খীসা, বিপুল ত্রিপুরা, আব্দুর রহিম ,আসমা আক্তারসহ পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।