॥ নিজস্ব প্রতিবেদক ॥
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় অঙ্গনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইটিসি) নাসরীন সুলতানা।
দিবসটি উপলক্ষে মুল প্রবন্ধ পাঠ করেন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক জহরুল হালদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ূয়া, রাঙ্গামাটি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আশ্রয় অঙ্গন নির্বাহী পরিচালক অমিয় সাগর চাকমা প্রমূখ।