জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ড।

১৫ আগস্ট বিকাল সাড়ে চারটায় তবলছড়ি মৃক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনৃষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ডেপুটি কমান্ডার ১ বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার চেষ্টা করেও বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না। হত্যাকারীরা ও তাদের পৃষ্ঠপোষকরা বঙ্গবন্ধুর ভাষন ও তাঁর কীর্তিকে মানুষের কাছ থেকে আড়াল করে রাখতে চেয়েছিল কিন্তু ততই প্রেরণা যুগিয়েছে বাঙালির।
সভা শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।