॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে হত্যাকান্ডে শহীদদের স্বরণে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্ট্রিম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কিরন বিকাশ চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সহকারী লাইব্রেরিয়ান মোঃ মঈন তারেক ও মুক্তিযুদ্ধ গবেষক ইয়াছিন রানা সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ও কবি মোঃ কামরুল হাছান রাজিব। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫আগস্টে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।