জাতির পিতার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় শোকের মাসে জাতির পিতার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের অন্যতম সদস্য ও রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতা, ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠী তরুন সমাজের অহংকার রেমলিয়ানা পাংখোয়া। পার্বত্য চট্টগ্রামে রাজনীতিক অহংকার, জাতির পিতার হত্যাকান্ডের প্রতিবাদকারী অন্যতম সদস্য, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদারের দিক নির্দেশনায় গত ৯ আগষ্ট টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্তবর্ক অর্পন করেন।

এ সময় বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম একজন পার্বত্য চট্টগ্রামের অহংকার পার্বত্য শান্তি চুক্তির অন্যতম পুরধা রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদারের নেতৃত্বে জাতীয় শোকের মাসে জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ স্ব স্ব মহিমায় মাজারে পুস্পস্তবর্ক অর্পণ করেন।