॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় শোকের মাসে জাতির পিতার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ। গত ৯ আগষ্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বে পরিষদের সকল সদস্য বর্গ এবং রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের অন্যতম সদস্য রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়না পাংখোয়া, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য ঝর্ণা খীসা, পরিষদ সদস্য ইলিপন চাকমা, পরিষদ সদস্য আসমা বেগম, পরিষদ সদস্য নিউচিং মারমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য দীপ্তিময় তালুকদার উপস্থিত ছিলেন।
এ ছাড়া পুস্পমাল্য অর্পণের সময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।
অংসুইপ্রু চৌধুরী বলেন, জাতির পিতার প্রতি সম্মান জানাতে পেরে আমরা খুবই গর্বিত। জাতির পিতার হত্যাকার সাথে যারা যারা জড়িত তাদের সকলের ফাঁসির দাবী জানান চেয়ারম্যান। তিনি বলেন, সরকার হত্যকারীদের ফাঁসি দিয়েছে আর যারা বিদেশে আছে তাদেরকেও দেশে এনে তাদের হত্যার বিচার করা হোক।
উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম একজন পার্বত্য চট্টগ্রামের অহংকার পার্বত্য শান্তি চুক্তির অন্যতম পুরধা রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদারের নেতৃত্বে জাতীয় শোকের মাসে জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ স্ব স্ব মহিমায় মাজারে পুস্পস্তবর্ক অর্পণ করেন।