রাঙ্গামাটি জেলা টিসিবি ডিলার সমিতির উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে রাঙ্গামাটি জেলা টিসিবি ডিলার সমিতি গঠন করা হয়েছে। সম্প্রীতি রাঙ্গামাটি জেলায় সকল ডিলারদের মধ্যে ঐক্য গড়ে তুলতে এবং রাঙ্গামাটির জনগনকে সরকারের খাদ্য পণ্য সেবা পৌছে দিতে এই উদ্যোগ নিয়েছে রাঙ্গামাটির সকল ডিলার। তারই লক্ষ্যে কাপ্তাই উপজেলার ডিলার বিদর্শন বড়–য়াকে সভাপতি ও নাণিয়ারচরের ডিলার ঝিল্লোল মজুমদারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি জেলা টিসিবি ডিলার সমিতি কমিটি গঠন করা হয়।

কমিটির পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে সৌজন্য মতবিনিময় ও স্বাক্ষাত করেন রাঙ্গামাটি জেলা টিসিবি ডিলার সমিতির নেতৃবৃন্দ।

কমিটির নেতৃবৃন্দ গত বুধবার রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানকে ফুল দিয়ে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া রাঙ্গামাটির বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন কে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নবাগত অরিতিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, টিসিবি পন্য হচ্ছে সরকারের একটি অঙ্গীকার। দেশের নি¤œ আয়ের মানুষদেরকে স্বল্প মূল্যে পন্য পৌছে দিতে টিসিবি কাজ করছে। এই অবস্থায় সরকার ভূর্তুকি দিয়ে তেল, ডাল ও চিনি এবং পেয়াজ জনগনের দৌড় গোড়ায় পৌছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে কাজটি আপনাদের মতো টিসিবির ডিলারদের সহযোগিতা অব্যশই প্রয়োজন। রাঙ্গামাটি জেলায় টিসিবির পন্য বিতরণে কোন রকম যাতে অনিয়ম না হয় তার জন্য আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি কখনোই কোন অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে কোন ডিলারকে ছাড় দেয়া হবে না।

এ সময় রাঙ্গামাটি জেলা টিসিবি ডিলার সমিতি সহ সভাপতি মো:জালাল আহম্মদ, সহ-সভাপতি – মুকুল দত্ত, সহ-সভাপতি – মোঃ ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক- মোঃ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ – মোঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক – মোঃ সামুন, প্রচার সম্পাদক – মোঃ জাবেদ উদ্দিন, সদস্য- মোঃ মুছা তালুকদার, সদস্য – মোঃ শুক্কুর উপস্থিত ছিলেন।