॥ নিজস্ব প্রতিবেদক ॥
অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তা কখনোই পুরণ করা সম্ভব নয়। আমার শুধু ক্ষতিগ্রস্থদের পাশে থেকে তাদের সাহস জুগিয়ে পথ দেখানোর চেষ্টা করছি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন দুর্যোগ কখনো বলে কয়ে আসে না তাই সকলকে সতর্ক থাকার আহবান জানান।
আজ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন কালে এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য নিউচিং মারমা, বাঘাইছড়ির নব নির্বাচিত পৌর মেয়র মোঃ জমির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দুরছড়ি বাজার কমিটির সভাপতি মদন কান্তি দে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার বলেন, বাঘাইছড়ি ফায়ার ষ্টেশনের জন্য জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন প্রক্রিয়া চলছে। আশা করছি আগামী অর্থ বছরের মধ্যে স্থাপনার কাজ শেষ করে পূর্ণাঙ্গ ফায়ার স্টেশনের কাজ করা হবে। এছাড়া দুরছড়ি বাজারে আসার যে ব্রীজ রয়েছে তা তা আগামী অর্থ বছরে নতুন ব্রীজ করে দেয়ার আশ^াস প্রদান করেন।
রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৭ লক্ষ ৪০ হাজার টাকা নগদ অর্থ বিতরন করা হয়।
এর আগে দীপংকর তালুকদার অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন করেন।