কাপ্তাইয়ে সেনাবাহিনী ও জেএসএস এর গুলিবিনিময় নিহত ১

রাঙ্গামাটি

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥

কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ে সেনাবাহিনী ও জেএসএস এর সাথে গুলি বিনিময়ে এক সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে ৪নং কাপ্তাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ কলাবুনিয়া ববিতা পাহাড় নামক দুর্গম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সন্ত্রাসীর নাম নিখিল দাস (৩৫)। সে জেএসএস (সন্তু) দলের সহযোগী বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন।

এদিকে নিহত নিখিল দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল দাসের ছেলে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

এ বিষয়ে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, কাপ্তাই মুখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর টহল দলের উপর জেএসএস সন্ত্রাসীর গুলি বর্ষণ করে। এক পর্যায়ে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএসএস সন্ত্রাসী দলের এক সহযোগী নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা বিকাল ৫টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।