পদ্মাসেতুর উদ্বোধনী আনন্দে শরীক হয়েছেন রাঙ্গামাটিবাসীও

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পদ্মা সেতুর উদ্বোধনী আনন্দে শরীক হয়েছেন রাঙ্গামাটিবাসীও। আজ রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানান রাঙ্গামাটিবাসী। শোভাযাত্রার নেতৃত্বে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। র‌্যালীটি রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে সরাসরি সেতু পাড়ে না গেলেও উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সকলেই।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপর মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটির বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা প্রতিনিধি ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

জিমনেসিয়াম মাঠে বেলুন উড়িয়ে সেতু উদ্বোধনকে স্বাগত জানান। সন্ধ্যায় জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত হবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ফোটানো হবে আঁতশবাজি ঝলকানি।