রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের বিএফডিসির অভিযান ৩৫ কেজি কার্প জাতীয় মাছ জব্ধ,বোট আটক

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি বিএফডিসির অভিযানে বিপুল পরিমানে কার্প জাতীয় মাছ আটক করেছে। ২৪ জুন শুক্রবার বিকালে রাঙ্গামাটির সুভলং এলাকায় বিএফডিসির কর্মকর্তারা একটি বোট থেকে প্রায় ৩৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ আটক করে। এই সময় মাছ পাচার করা বোটটিকেও আটক করে বিএফডিসি কর্তৃপক্ষ।

আটককৃত মাছ গুলোর মধ্যে রয়েছে দুই কেজি ওজনের কালি বাউস, মৃগেল, তেলাপিয়া। এছাড়াও প্রতিদিন বিভিন্ন প্রজাতির মাছ আটক করে বিএফডিসির সদস্যরা। পরে রাঙ্গামাটি ফিসারী ঘাট অফিসে প্রকাশে নিলামের মাধ্যমে মাছ গুলো বিক্রি করে ১৬ হাজার টাকা সরকারী কোষাগারে জমা করেন।

রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্থাপক লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যারের সার্বিক দিক-নির্দেশনা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি বিএফডিসির হিসাব রক্ষণ অফিসার মোঃ জাহিদুল ইসলাম, মার্কেটিং অফিসার মোঃ সোয়েব সালেহীন, মার্কেটিং সহকারী মুকিত বিন নূর হাসান, বিএফডিসি ঘাটের ওজনদার মোঃ আলাউদ্দিন, ক্যাশিয়ার দুলাল, এম.এল.এস.এস, বোট ড্রাইভার দিপু মারমা ও নূর আলম, মোতালেব, সিনিয়র রেফ. অপারেটর ও নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

১ মে থেকে বন্ধ হওয়ার পর থেকে কাপ্তাই হ্রদের মাছ শিকারের উপর করা বিশেষ নজরদারী রেখেছে বিএফডিসি কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় সোর্সের মাধ্যমে খবর নিয়ে প্রতিনিয়ত অভিযানে মাছ আটক করে। অবৈধ ব্যবসায়ীদের উপর নজরদারী রেখেছে বিএফডিসি কর্তৃপক্ষ। সফল অভিযান ও নজরদারীতে এবছর কাপ্তাই হ্রদের কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ।