মিথ্যা সংবাদের প্রতিবাদে রাঙামাটিতে প্যানেল মেয়রের সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

থ্যা সংবাদের প্রতিবাদে রাঙামাটিতে প্যানেল মেয়র হেলাল উদ্দিনের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে শহরের ক্যাফে লিংএ এই সংবাদ সম্মেলন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন। হেলাল তার লিখিত বক্তব্যে বলেন,গত সোমবার বিকালে আমার বড় ভাই ও আমার বিরুদ্ধে শরিয়তপুর এলাকাবাসীসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ কবরস্থানের জমি দখল করার অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাথে সাথে ধর্মীয় প্রতিষ্ঠান কবরস্থান দখল নিয়ে যে ষড়যন্ত্র করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট।শরিয়তপুর এলাকাবাসী আমার বড় ভাই ও আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ এনেছে তা জাতির সামনে পরিস্কার না করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র তার লিখিত বক্তব্যে আরো বলেন, রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড শরিয়তপুরে আমি ক্রয় পূর্বক জমি কিনেছি। কারও জায়গা আমি বা আমার পরিবারের কেউ দখল করেনি। বরং কবরস্থানের জমি তারাই দখল করে রেখেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলাল বলেন, শরিয়তপুর গ্রামে আমার যে জমি আছে তা আমি দলিল মূলে ক্রয় করে নিয়েছি। এখানে কোন খাস জায়গা নেই। যারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা খোজ খবর নিয়ে দেখুন।