পাহাড়বাসীর জীবনমানোন্নয়ন ও দুর্গমতা দুর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দায়িত্ব দিয়েছে—- নিখিল কুমার চাকমা
॥ শিপ্রা দেবী ॥
পাহাড়বাসীর জীবনমানোন্নয়ন ও দুর্গমতা দুর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম দুর্গম এলাকা গুলোর যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে দুর্গম এলাকার গুলোর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আগামী দিন গুলোতে তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ের আর কোথাও অনুন্নত থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
রবিবার ১৫ মে নানিয়ারচর উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি টাকার ৬ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর করতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোার্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোঃ নোমান, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬ টি প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প গুলোর মধ্যে রয়েছে নানিয়ারচর শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের ভবন, নানিয়ারচর সরকারি কলেজের একাডেমিক ভবন সম্প্রসারন, টিএনটি বাজার হতে কল্যাণ পাড়া পর্যন্ত সড়ক নির্মান, রতœাংকুর বনবিহারের অফিস কাম অতিথি ভবন নির্মান, নানিয়ারচর পাতাছড়ি বড়পুল পাড়া হতে শংখোলাপাড়া সুশীল চাকমার টিলা পর্যন্ত সড়ক নির্মাণ এবং বড়পুল পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন এর ভিত্তি স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
উন্নয়ন প্রকল্প গুলো পেয়ে অত্যন্ত খুশী ও আবেগ আপ্লুত কন্ঠে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে যাতায়ত ব্যবস্থা না থাকায় এলাকার ছেলে মেয়েরা স্কুলে যাওয়া আসা সহ পাহাড়ে উৎপাদিত কৃষি পণ্য বাজার জাত করনে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছি। এই প্রকল্প গুলো বাস্তবায়িত হলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন।