রাঙ্গামাটি ফ্রেন্ড এন্ড ফ্রেন্ড সোসাইটির ব্যাতিক্রমী উদ্যোগ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি ফ্রেন্ড এন্ড ফ্রেন্ড সোসাইটির আয়োজনে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা রাঙ্গামাটি দুস্থ কয়েকটি পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগণ বিতরণ করেছে।

আজ রাঙ্গামাটি শহরের শহীদ মিনার এলাকার উদীয়মানচা যুবক শেখ চানের পরিবারের হাতে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও ছাগল তুলে দেন ফ্রেন্ড এন্ড ফ্রেন্ড সোসাইটির সভাপতি মোঃ মাসুদ। এ সময় সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, সদস্য রূপন নাগ, শিক্ষক মোঃ হাসান, সজল দাস, তাপস দে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি শহরের শহীদ মিনার এলাকায় মোল্লা স্টোরের পাশে শেখচাঁন নামের ছোট ভাইটি আমাদের ব্যাডমিন্টন, কেরাম, ফুটবল টিমে প্রতিনিয়ত থাকতো। শেখ চান গত ২১ ফ্রেব্রুয়ারী-২০২২ তারিখে অসুস্থতাজনিত কারনে মৃত্যুবরন করেছে। তার রেখে যাওয়া ২টি সন্তান এবং সহধর্মিণীর জন্য আমাদের এবারের ঈদ উপহার স্বরুপ ১ টি সেলাইমেশিন ও ১ টি ছাগল আজকে হস্তান্তরক করা হয়।