মহান মে দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের আলোচনা সভা

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

মহান মে দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি শহরের একটি স্থানীয় হোটেলে রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপি সহধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙ্গামাটি সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি জহির আহমেদ সওদাগর, জেলা শ্রমিকদলের নেতা রফিক আহমেদ, শ্রমিকদল নেতা মোজাফফর আহমদ।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষ আজ কষ্ট আছে সেই কথা জুলুম সরকার কখনোই চিন্তা করে না। তারা শুধু তাদের দলের নেতাকর্মীদের পকেট ভরাচ্ছে। দেশকে পঙ্গু করে তারা দেশের মানুষকে পিসে মারা চেষ্টায় আছে। এই সরকারকে এখনই উৎখাত করতে না পারলে দেশ আরো রসা তলে যাবে বলে বক্তারা মন্তব্য করেন।