রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ঈদ বোনাস বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল

রাঙ্গামাটি

পাহাড়ের প্রতিটি মানুষের কল্যাণেও কাজ করছে সরকার —- নিখিল কুমার চাকমা

॥ নিজস্ব প্রতিবেদক ॥

শ্রমিকদের শ্রমের মুল্য বর্তমান সরকার দিতে জানে বলেই নি¤œ আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে পন্য সরবরাহ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, পাহাড়ের প্রতিটি মানুষের কল্যাণেও সরকার কাজ করছে। এই সরকারের উন্নয়ন কর্মকান্ডে যাতে সকল জনগন সুযোগ সুবিধা ভোগ করতে পারে তার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে।

গতকাল রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কতৃক আয়োজিত ঈদ বোনাস, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ কথা বলেন।

এ সময় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক রবিন বিশ্বাস, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কোষাধক্ষ্য মোঃ হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ বাপ্পু রায়হান, সদস্য মোঃ জসিম উদ্দিন ও নুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ৫০০ জন সদস্যদের মাঝে জনপ্রতি নগদ ৩৫০০ টাকা করে লভ্যাংশ প্রদান করা হয়। পরে সমিতির সকল সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।