॥ নিজস্ব প্রতিবেদক ॥
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খ্যাতিনামা অভিনেত্রী সারাহ বেগম কবরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গামাটি জেলা কমিটি।
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমী বটতলাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গামাটির সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া। এ সময় সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপ্তি মজুমদার বিষ্ণু দে সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খ্যাতিনামা অভিনেত্রী সারাহ বেগম কবরীর প্রথম মৃত্যু বার্ষিকী স¥রণ করা হয়।