হাজী সাব্বির আহমেদ ওসমানী ও সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস ও মোরর্শেদ কোষাধ্যক্ষ নির্বাচিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা মিনি ট্রাক পিকআপ মালিক সমিতির সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পরে কাউন্সিলে রাঙ্গামাটি জেলা মিনি ট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি হাজী সাব্বির আহমেদ ওসমানী ও সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস ও মোরর্শেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে আগামী ২৮ মার্চ সোমবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা মিনি ট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি হাজী সাব্বির আহমেদ ওসমানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি হাজী মোঃ সোলায়মান চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আশুতোষ বড়ুয়া, রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলা মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবিএম হাসমত উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক, মিনি ট্রাক, ট্রাংকলরী সমবায় শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ রুহুল আমিন সহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে হাজী সাব্বির আহমেদ ওসমানী পদে কোন প্রার্থী না থাকায় সভাপতি পদে সাব্বির আহমেদ ওসমানী কে সভাপতি নির্বাচিত করা হয়। পরে সাধারণ সম্পাদক ও অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে ২ জন করে প্রার্থী থাকায় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে টিটু বিশ^াস ও মোঃ আবু প্রতিদ্বন্ধিতা করলে টিটু বিশ^াস জয় লাভ করে। অর্থ সম্পাদক পদে মোরশেদ কামাল ও ছালাম নির্বাচন করলেও মোরশেদ বিপুল ভোটে নির্বাচিত হয়।