॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক, মিনি ট্রাক, ট্রাংকলরী সমবায় শ্রমিক ইউনিয়নের সদস্যদের মৃত্যু দাবী চেক বিতরণ করা হয়েছে। সোমবার রাঙ্গামাটি ট্রাক টার্মিনালে সমিতির সদস্য কামালের পরিবারের হাতে ৬০ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।
ট্রাক টার্মিনালের রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক, মিনি ট্রাক, ট্রাংকলরী সমবায় শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ রুহুল আমিন, সাংবাদিক নন্দন দেবনাথের উপস্থিতিতে নিহতের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক, মিনি ট্রাক, ট্রাংকলরী সমবায় শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ রুহুল আমিন বলেন আমরা চাই প্রতিটি পরিবার সুখে থাকুক। কামাল আমাদের একজন একনিষ্ট সদস্য ছিল। আমাদের ঘোষণা ছিল কোন সদস্য নিহত হওয়ার ১ সপ্তাহের মধ্যে তার পরিবারকে ৬০ হাজার টাকা বিতরণ করাহবে। তারই সুত্র ধরে কামালের পবিরারকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।