পাহাড়ের যারা বিভিন্ন সংগঠনের নামে অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাস, খুন ও চাঁদাবাজী করছে তাদের অস্ত্রের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান— মাহবুব উল আলম হানিফ
॥ নন্দন দেবনাথ ॥
পাহাড়ের যারা বিভিন্ন সংগঠনের নামে অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাস, খুন ও চাঁদাবাজী করছে তাদের অস্ত্রের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পাহাড়ের শান্তি আনায়নে সরকারের সাথে শান্তি চুক্তি করে অন্য দিকে অস্ত্র রেখে দিয়ে সরকারের সাথে ধোকা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সোমবার ২১ মার্চ রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ইনস্টিটিউটে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের এ তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, অস্ত্র পরিহার করা না হলে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে জোড়ালো অভিযান শুরু করে সন্ত্রাসীদের নিশ্চিন্ন করা হবে বলেও হুশিয়ারী দেন তিনি। পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করেছে আওয়ামীলীগ সরকার এই সরকারই চুক্তি বাস্তবায়ন করবে। তিনি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের ফলে রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দিব্যালয় স্থাপন করা হয়েছে। কিন্তু একটি মহল এই দুটি প্রতিষ্টান স্থাপনেও বাধা গ্রস্থ করে পাহাড়ের শান্তি বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি এই গোষ্ঠীকে নিজেদের হীন স্বার্থ পরিহার করে পাহাড়ের উন্নয়নে কাজ করার আহবান জানান।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমুল প্রতিনিধি সম্মেলনে জাতীয় সংসদের হুইফ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার উপ কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সিরাজুল মোস্তফা, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে আওয়ামীলীগের সহসভাপতি রুহুল আমিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধরী. সাবেক মহিলা সংসদ সদস্য ফিজোজা বেগম চিনু সহ জেলা উপজেলার ও ইউনিয়ন নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তৃণমুল নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজী বন্ধ এবং পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্র উদ্ধারের আহবান জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে শান্তির জন্য পার্বত্য শান্তি চুক্তি করা হয়েছে। কিন্তু যারা সরকারের সাথে পার্বত্য শান্তি চুক্তি বাস্তাবায়ন করেছে তারা ভারী অস্ত্র গুলো লুকিয়ে রেখে চুক্তির পর আবারো সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজী ও খুন, অপহরণ সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের অহংকার পাহাড়ী বাঙ্গালী ঐক্যের প্রতীক দীপংকর তালুকদার অবৈধ অস্ত্র উদ্ধার, খুন, অপহরণ ও চাঁদাবাজী বন্ধ করতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকার এই দিকে কোন কর্ণপাত করছে না। নেতৃবৃন্দ পাহাড়ের অবৈধ অস্ত্র, খুন, চাঁদাবাজী বন্ধ করতে সরকারের কাছে জোর দাবী জানান।
সম্মেলনে রাঙ্গামাটি ১০ উপজলার ৫০ টি ইউনিয়ন তৃণমুল প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
তৃণমুল প্রতিনিধি সভায় আগামী ২৪ মে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেয়া হয়।