॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির রাজস্থলী ও বাঘাইছড়ি উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরো ৪জন। শনিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সামনে গাইন্দ্যা কাঁঠাল বাগান মোড়ে চন্দ্রঘোনা থেকে আশা ফরিদপুর ট-১১-০১৭০ নাম্বারের মাল বোঝাই ট্রাক গাড়ীর সাথে ইসলামপুর এলাকা থেকে বাঙ্গালহালিয়া গামি মাহিন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক হ্লাথোয়াইইচিং মারমা (৩২) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত দুই জনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক মিলন ও রাজভিলা ইউপি সদস্য মোঃ বাদশা আলঙ্গীর জানান।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির হ্লাথোয়াইচিং মারমা রাজভিলা ইউনিয়নের রেনিপাড়া এলাকায় পাড়া কারবারি চাইসুইঅং মারমার ছেলে। সে তাংখালি পাড়া থেকে দুইজন যাত্রী নিয়ে বাঙ্গালহালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এক পর্যায়ে গাইন্দ্যা কাঁঠাল বাগান রাজস্থলী-চন্দ্রঘোনা প্রধান সড়কে সরকারি গুদামে চাউল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনায় শিকার হয়। দূর্ঘটনায় খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ।
তিনি জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ট্রাক ও মাহেন্দ্র গাড়িগুলিকে আটক করা হয়েছে। এই ব্যাপারে আইনী প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে বাঘাইছড়ি হতে দীঘিনালা যাবার পথে জীপ (চাঁদের গাড়ী) উল্টে গাড়ীর হেলপার মোঃ সামীম (৩০) নিহত হয়েছে। এসময় গাড়ির চালকসহ ২ সহযোগি আহত হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ৩জনই দীঘিনালাবাসী। মেরুং ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার সমীরন চাকমা বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৮ মার্চ) রাতে বাঘাইছড়ি হতে অবৈধ ভাবে কাঠ পাচারকালে হাজাছড়া এলাকায় গাড়ীটি উল্টে গিয়ে এই দূর্ঘটনা হয়। গাড়ীতে কাঠ ব্যতিত অন্য কোন যাত্রী ছিলনা।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান দূর্ঘটনার কথা স্বীকার করে জানান, ঘটনাস্থল দীঘিনালা উপজেলা হওয়ার কারণে দীঘিনালা পুলিশ এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করছে।