ক্ষতিগ্রস্থদের আমরা পাশে আছি সব সময় থাকবো– দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের যে ক্ষতি হয়েছে তা আমাদের পক্ষে পুষিয়ে দেয়া সম্ভব নয়। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের এগিয়ে যাওয়ার সাহস যোগাতে চেষ্টা চালিয়ে যাবো। ক্ষতিগ্রস্থদের আমরা পাশে আছি সব সময় থাকবো বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
শনিবার ১৯ মার্চ রাঙ্গামাটির ওমদামিয়া হিল এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পৌরসভার কাউন্সিলার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। এ সময় তারা ক্ষতিগ্রস্থদের পাশে থেকে তাদের জন্য সরকারের সহযোগিতা পায় সেই দিকে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।