রাঙ্গামাটিতে সনাতন যুব পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

রাঙ্গামাটি

পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা হবে— দীপংকর তালুকদার

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ের সকল উপসনালয় উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের চাকুরী সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। পার্বত্য অঞ্চলের কোন সম্প্রদায়ের লোক আজ আওয়ামীলীগের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নেই। এই অঞ্চলের মানুষের উন্নয়নে শেখ হাসিনার সরকার সয সময় কাজ চালিয়ে যাচ্ছে।

১২ মার্চ শনিবার রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে সনাতন যুব পরিষেদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এ কথা বলেন।

সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি জগন্নাথ ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন রাঙ্গামাটির বিশিষ্ট আইনজীবি ও সনাতন সম্প্রদায়ের অন্যতম সমাজ সেবক এ্যাডভোকেট দুলাল কান্তি সরকার।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি অমর কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটির সভাপতি দীপন কুমার ঘোষ, রাঙ্গামাটি জেলা পূজা উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাশ সহ সনাতন যুব পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চল নয় সারা বাংলাদেশের সনাতনীরা স্বাধীনতার স্বপক্ষে হয়ে স্বাধীনতার আগে থেকে কাজ করছে। স্বাধীনতা যুদ্ধে অসংখ্য সনাতনী তাদের তাজা রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করতে ঝাপিয়ে পড়েছিল। বর্তামনেও বাংলাদেশে আওয়ামীলীগকে সমর্থন দেওয়ার কারণে স্বাধীনতা বিরোধীদের রোষানলে পড়তে হয় সনানতীদের। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি সব সময় সাম্প্রদায়ক উস্কানীর মাধ্যমে এই দেশের সনাতনীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার এই কুচক্রী স্বার্থন্বেষী স্বাধীনতা বিরোধী শক্তিকে কখনোই ছাড় দেবে না। অতীতেও ছাড় দেয়নি আগামীতেও দেবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আগামী দিন গুলোতে আওয়ামীলীগ সব সময় সনাতন সম্প্রদায়ের পাশে থাকবে বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করা হয়।