সন্ধানী লাইফ ইন্সুরেন্সে কোম্পানী লিমিটেড রিজার্ভ বাজার শাখা অফিসের উদ্বোধন

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বীমার বিষয়ে কোন গ্রাহক যাতে প্রতারিত না হয় সেই দিকে অফিসের কর্মকর্তাদের সঠিক ভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আজ রাঙ্গামাটি সন্ধানী লাইফ ইন্সুরেন্সে কোম্পানী লিমিটেড রিজার্ভ বাজার শাখা অফিসের উদ্বোধন করতে গিয়ে বক্তরা একথা বলেন।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স রিজার্ভ বাজার শাখা অফিসে এসিসটেন্ট জেনারেল ম্যানেজার উত্তম দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সৈকত বড়–য়া, সহকারী ম্যানজার মোঃ আয়াতউল্লাহ সহ সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড রাঙ্গামাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেনারেল ম্যানেজার সৈকত বড়–য়া রাঙ্গামাটির অফিসের কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সকলের প্রতি অনুরোধ জানান। এছাড়া যে কোন প্রয়োজনে গ্রাহকদের সাথে কথা বলতে কোন কর্মীরা সমস্যা হলে অফিসের সাথে যাতে দ্রুত যোগাযোগ করে তার পরামর্শ প্রদান করেন। এছাড়া অফিসের কর্মীদের বীমা গ্রাহক সৃষ্টি করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।