দেশ বিরোধী ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রুখে দিতে যুবলীগ সব সময় প্রস্তুত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা যুবলীগের উদ্যোগে শহরের বনরুপাস্থ বিএম শপিং কমপ্লেক্স চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে মিলিত হয় যুবলীগের নেতাকর্মীরা।
রাঙ্গামাটি জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ ছলিম উল্ল্যাহ সেলিম, মোঃ শফিউল আজম, মোঃ আবু তৈয়বসহ যুবলীগের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার যারা করছে তাদের কোন ছাড় নেই। এইসব মৌলবাদ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে শক্ত হাতে প্রতিহত করা হবে। যেখানেই এসব উগ্রপন্থীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তা কখনোই বঙ্গবন্ধুর বাংলায় হতে দেয়া হবে না। দেশ বিরোধী ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রুখে দিতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে বলে জানান বক্তারা।