রাঙ্গামাটিতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

রাঙ্গামাটি

প্রথাগত আইন ও গ্রাম আদালতের মধ্যে কোন ভাবেই সাংঘর্ষিক না হয় তার জন্য সকলকে সজাগ থাকতে হবে —-রেমলিয়ানা পাংখোয়া

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইন ও গ্রাম আদালতের মধ্যে কোন ভাবেই সাংঘর্ষিক না হয় তার জন্য সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। কোন আইনের মধ্যে কেউ যাতে বঞ্চিত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

শনিবার (৫ মার্চ) রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও এ কথা বলেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি জেলা জজ কোর্টের সিনিয়র সহকারী জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ, রাঙ্গামাটি জেলা পুলিশের এডিশনাল এসপি মাহমুদা বেগম, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সরকারের একটি মহতি উদ্যোগ। এ মর্যাদা অক্ষুন্ন রাখতে হলে অবশ্যই ইউনিয়নের গ্রাম আদালতকে সক্রিয় করতে হবে। এর মাধ্যমে ন্যায়সঙ্গতভাবে এলাকার ছোট-খাট বিরোধ নিস্পত্তিতে বিশেষ ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় রাঙ্গামাটি জেলার হেডম্যান, কার্বারী প্রতিনিধি ও স্থানীয় উন্নয়ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।