লামায় হারগাজা উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভা

বান্দরবান

পার্বত্য এলাকার উন্নয়ন এখন দৃশ্যমান—-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

॥ বান্দরবান প্রতিনিধি ॥
পার্বত্য এলাকার উন্নয়ন এখন দৃশ্যমান আর আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকার উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছে তাতে পার্বত্য এলাকার চেহারা আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর।
রবিবার (২০ ফেব্রুয়ারী) সকালে বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই মন্তব্য করেন।

এসময় মন্ত্রী বলেন, পার্বত্য এলাকায় শান্তি আনয়নের লক্ষ্যে আওয়ামীলীগ সরকার শান্তি চুক্তি করেছে আর এতে পাহাড়ে শান্তির হাওয়া বইছে। এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে কিছু সন্ত্রাসী পার্বত্য এলাকায় খুন, অপহরণ ও চাঁদাবাজি করে যাচ্ছে আর তাদের প্রতিহত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এইসময় পার্বত্য মন্ত্রী বান্দরবানের আনাছে কানাছে আরো উন্নয়ন প্রকল্প পরিকল্পনা গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

সকালে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় গিয়ে প্রথমেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে একতলা বিশিষ্ট হারগাজা উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। পরে বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।