রাঙ্গামাটিতে জন্মনিবন্ধন ও এনআইডি ছাড়া টিকা প্রদান করা হবে

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির সাধারণ মানুষকে করোনার আওতায় নিয়ে আসতে জন্ম নিবন্ধন, এনআইডি ও অন্যানা সনদ ব্যতীত টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীন, সিভিল সার্জন বিপাশ খীসা নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দীন মিঠু প্যানেল মেয়র হেলাল উদ্দীন, রোভার স্কাউট নুরুল আবচার, ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২৬ ফেব্রয়ারি ৯টি ওয়ার্ডে ১৮ বছরে ওপরে এবং ১২ বছর হতে ১৮ বছর পর্যন্ত রাঙ্গামাটি চিংম্যারী ষ্টেডিয়ামে ফাইজার কোম্পানী টিকা প্রদান করা হবে। করোনা ভাইরাস কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ করনীয় নির্ধারনে জরুরী সভায় সিদ্ধান্ত বিভিন্ন পেশার শ্রমিক ও ভাসমানদের এই টিকা প্রদানের আওতায় আনার জন্য এসব সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
সভায় সিভিল সার্জন বিপাশ খীসা ঘোষণা করেন যেই ওয়ার্ডে সবচেয়ে বেশি টিকা দিতে পারবে সেই ওয়ার্ডে কাউন্সিলাদের জেলা পরিষদ পুরস্কার প্রদান করবে।