রাঙ্গামাটি মেডিকেল কলেজের ২য় বর্ষের ৩৫ জন ইন্টার্নি ডাক্তারকে বরণ

রাঙ্গামাটি

যারা পার্বত্য চট্টগ্রামের শান্তি চায়না তারাই এই দুটি প্রতিষ্ঠানের বিরোধিতা করেছিল—দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

শতবাধা উপেক্ষা করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ আলোর মুখ দেখেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ায় রাঙ্গামাটির ছাত্র ছাত্রীরা ঘরে বসে লেখা পড়ায় সুযোগ পাচ্ছে। তিনি বলেন যারা পার্বত্য চট্টগ্রামের শান্তি চায়না তারাই এ দুটি প্রতিষ্ঠানের বিরোধিতা করেছিল। তাদের বাধার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাঙ্গামাটিতে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। রাঙ্গামাটির দুর্গম এলাকার ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাঙ্গামাটি মেডিকেল কলেজে রাঙ্গামাটি মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তারদের বরণ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আয়োজনে বেসরকারি একটি ঔষধ কোম্পানির ব্যাবস্থাপনায় রাঙ্গামাটি মেডিকেল কলেজে হলরুমে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রীতি প্রসুন বড়ুয়া, রাঙ্গামাটি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক টিপু সুলতান, রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডাঃ শহীদ তালুকদার, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি সদর হাসপাতালে আরএমও ডাঃ শওকত আকবর।

ঋতুরাজ বসন্তের এই দিনে ইন্টার্নি ডাক্তারদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও অন্যান্য অতিথিরা।

রাঙ্গামাটি মেডিকেল কলেজের ২য় বর্ষের ৩৫ জন শিক্ষার্থী রাঙ্গামাটি সদর হাসপাতালে ইন্টার্নি ডাক্তার হিসেবে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করবেন।