॥ নিজস্ব প্রতিবেদক॥
রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সরকারি মোবাইল নম্বর ক্লোনিং করে বিকাশ বা নগদে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসনের “ রাঙ্গামাটি হিল ডিষ্ট্রিক এ্যাডমিনিষ্ট্রেশন” পেজে এসংক্রান্ত একটি সর্তকীকরণ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার, জেলা প্রশাসক মহোদয়ের সরকারি নম্বর (০১৫৫০৬০১৪০১) ক্লোন করে অসাধু চক্র বিভিন্ন বিকাশ বা নগদ নম্বরের মাধ্যমে (০১৯৪৪০৬৩৯৭৫) টাকা চাওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে । ফোন/কলে বিভ্রান্ত না হয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু জানান, মোবাইল ক্লোনিং এর বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় জিডি করা হয়েছে।