॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের বার্তা প্রধান এ, এম নুরুল আমিন পিএম ফেলোশিপে নির্বাচিত হয়ে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটিতে মিডিয়া প্যাকটিস বিষয়ে মাস্টার্স করার সুযোগ পাওয়ায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক দিয়েছেন বাংলাদেশ বেতার সংবাদদাতা সমিতি রাঙ্গামাটি জেলা কমিটি।
গতকাল স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ বেতার সংবাদদাতা সমিতি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রাঙ্গামাটির আঞ্চলিক প্রকৌশলী মোঃ আবু সায়েদ, রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ সেলিম, সংবর্ধিত অতিথি বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের বার্তা প্রধান এ,এম নুরুল আমিন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সংবাদদাতা সমিতির সদস্য পুলক চক্রবর্তী, ঝুলন দত্ত, সুমন্ত চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি সংবাদদাতা সমিতির সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ।
পরে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেষ্ট উপহার দেয়া হয়।