করোনা সচেতনতা বাড়াতে ব্র্যাক রাঙ্গামাটি জেলায় ৩ লক্ষ ৬২ হাজার মাস্ক বিতরণ করবে

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

করোনা সচেতনতা বাড়াতে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক রাঙ্গামাটি জেলায় ৩ লক্ষ ৬২ হাজার মাস্ক বিতরণ করবে।

এ উপলক্ষে গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, ব্র্যাক রাঙ্গামাটির জেলা সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাকের কর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলায় ব্র্যাকের ১৬০০ স্বাস্থ্য সেবিকা, স্বাস্থ্যকর্মী, মাধ্যমে তৃণমুল পর্যায়ে ব্র্যাক মানুষের ঘরে ঘরে এই মাস্ক পৌছে দেয়া হবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান জানান বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সাড়া দেশে সরকারের সহযোগী সংস্থা হিসাবে বিভিন্ন সেবামুলক ও উন্নয়ন মুলক কাজ করে আসছে। চলমান কভিড মহামারিতে সাড়া দেশে জনগনের মধ্যে ব্র্যাক ৫ কোটি ৬০ লক্ষ মাস্ক বিতরণের কাজ শুরু করেছে।

তিনি আরো জানান রাঙ্গামাটি জেলায় ব্র্যাক ৩ লক্ষ ৬২ হাজার মাস্ক বিতরনের কাজ আজ থেকে শুরু করেছে। সাড়া জেলায় ব্র্যাকের ১৬০০ স্বাস্থ্য সেবিকা,স্বাস্থ্যকর্মী, মাধ্যমে তৃণমুল পর্যায়ে ব্র্যাক মানুষের ঘরে ঘরে এই মাস্ক পৌছে দিবে।