॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজ ও আগামীকাল ৬ ও ৭ ফেব্রুয়ারি রাঙ্গামাটির নয়ানাভিরাম বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সাজেক ভ্যালীতে অবস্থিত সকল ধরণের কটেজ-রিসোর্ট দুইদিন বন্ধের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশনা আরোপের পর কটেজ মালিকদের সিদ্ধান্তের কথা জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।
এদিকে, প্রশাসনের নির্দেশনা আরোপের পর কটেজ মালিকদের সিদ্ধান্তের কথা জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করে সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পদক ও জুমঘর রিসোর্টের সত্ত্বাধিকারী জেরী লুসাই জানিয়েছেন, শুক্রবার সকালে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ কটেজ-রিসোর্ট বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সমিতির আওতাধীন কটেজ-রিসোর্ট মালিকদের ৬ ও ৭ ফেব্রুয়ারি সকল কটেজ রিসোর্ট বন্ধের নির্দেশনা জানিয়ে দিয়েছি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফুল ইসলাম জানান, ৭ ফেব্রুয়ারি সাজেক ইউপি ভোটকে কেন্দ্র করে ভোট সংশ্লিষ্ট ব্যতিত সকল ধরণের যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সাজেক ভ্যালিতে পর্যটক আসা-যাওয়াও বন্ধ থাকবে। এছাড়া ৬ ও ৭ ফেব্রুয়ারী এই দুই দিন সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ রাখতে বলেছি।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি সপ্তম ধাপে রাঙ্গামাটির তিন উপজেলায় ইউপি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাজেক ইউনিয়ন পরিষদ ভোটকে কেন্দ্র করে সকল ধরণের ঝুঁকি এড়াতে সাজেকে অবস্থিত কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।