বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবিনিময়, সেনা সদস্যসহ নিহত-৪, আহত-১

বান্দরবান

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে সেনা সদস্যসহ ৪জন নিহত আর এই ঘটনায় ১জন আহত হয়েছে।

সেনাবাহিনীর সুত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী রাত ১০টায় বান্দরবানের রুমা জোনের একটি টহল দল বথিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে, এসময় পাহাড়ের জুম ঘরে ওৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষণ করতে থাকলে সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি করে। সেনাবাহিনী আরো জানায়, ঘটনাস্থলে সেনাবাহিনীর গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)এর মূল দলের ৩ জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

এদিকে সন্ত্রাসীদের কয়েকজন পালিয়ে যাওয়ায় সময় এলোপাথারি গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সেনাবাহিনীর টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন এবং সৈনিক ফিরোজ ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত সেনা সদস্যকে পরে রুমা হতে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
এদিকে ঘটনার পরপরই ওই এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি এম্যোনিশন ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ ৫২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
বান্দরবানের রুমা থানার ওসি মো: আবুল কাসেম চৌধুরী ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন এবং ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা বৃদ্ধির কথা জানান।