শপথ নিলেন রাঙ্গামাটি সদর ও নানিয়ারচরের নির্বাচিত ইউপি সদস্য

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

চতুর্থ ধাপে নির্বাচিত রাঙ্গামাটি সদর উপজেলার ৬ ইউনিয়ন ও নানিয়ারচর উপজেলার ৪ টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। গতকাল রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী ও নানিয়ারচর উপজেলা হল রুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

চতুর্থ ধাপে নির্বাচিত রাঙ্গামাটি সদর উপজেলার ৬ ইউনিয়নের সংরক্ষিতসহ ৭১ জন মেম্বারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৩১জানুয়ারী) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে নব নির্বাচিত মেম্বারদের শপথ পাঠ করান রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন।

শপথ নেয়ার পর নব নির্বাচিতদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, জীবতলী ইউপি চেয়ারম্যান সুদত্ত কার্বারী, মগবান ইউপি চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নসহ তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। জনগণের দুঃখ কষ্টে আপনাদেরকে পাশে দাঁড়াতে হবে।

এদিকে নানিয়ারচর উপজেলার ৪ টি ইউনিয়নের নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার নানিয়ারচর উপজেলা হল রুমে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা তপন কান্তি চাকমা।

পরে নব নির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি। মেম্বার গণ আগামী ৫ টি বছর ইউনিয়নের জনগনের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।