বারেক-রহিম ও ছয় বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লংগদু উপজেলায় দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় লংগদু উপজেলা সভাপতি আব্দুল বারেক সরকার ও উপজেলা সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য আব্দুর রহিমকে বহিস্কার করা হয়েছে। গতকাল রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের বৈঠকে লংগদু ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় রাঙ্গামাটির লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম এবং পাঁচ ইউনিয়নে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া ছয় নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ।

সোমবার ৩১ জানুয়ারী সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় এই সিন্ধান্ত চূড়ান্ত করা হয় বলে নিশ্চিত করেছে আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।

জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর স্বাক্ষরিত এক বিবৃতি দল থেকে অব্যাহতি দেয়া হলো তারা হলেন, চেয়ারম্যান প্রার্থী, মাইনী ইউনিয়নের মৎসজীবিলীগের যুগ্ম সাধারন সম্পাদক এরশাদ সরকার ও শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন কমল, গুলশাখালী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রকিব হোসেন, বগাচত্বরের ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বোরহান উদ্দিন, ভাসাইন্যাআদামের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলী এবং লংগদু সদরের উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কুলিনমিত্র চাকমা আদু।

হাজী মুছা মাতব্বর জানিয়েছেন, দল থেকে অব্যাহতি পাওয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য যেহেতু দলীয় মনোনয়নে হয়েছে, সেহেতু তাদের পদ বাতিলের জন্যও কেন্দ্রে সুপারিশ করা হবে। তিনি জানিয়েছেন-এই বহিষ্কারের পরও যারা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবে, তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে।