খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা

খাগড়াছড়ি

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি সদর উপজেলার গুগুড়াছড়িতে বৌদ্ধ বিহারের ধর্মীয় এক গুরুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ। বিশুদ্ধা মহাথের (৫২) নামের এই বৌদ্ধ ভিক্ষু গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

পুলিশ জানায়, সোমবার (৩১ জানুয়ারি) সকালে ছোয়াইং (খাবার) দিতে এসে বৌদ্ধ ভিক্ষুকে বিহারের মধ্যে পড়ে থাকতে দেখেন গ্রামের একজন মহিলা। পরে বিষয়টি গ্রামবাসী জানতে পেরে পুলিশকে খবর দেন। বিহারে একাই ছিলেন তিনি।
১নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা জানান, ‘দুর্বৃত্তরা রাতে বিহারে ডাকাতি করতে এসে ধর্মীয় গুরুকে খুন করে থাকতে পারে।’ তবে, বৌদ্ধ ভিক্ষুর ছোট ভাই ক্যউচিং মারমা জানিয়েছেন, বিহার অধ্যক্ষের হাতে তেমন নগদ টাকা ছিলনা। দুইটি মোবাইল খোয়া গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, রবিবার (৩০ জানুয়ারী) মধ্যরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বৌদ্ধ ধর্মীয় গুরুকে কুপিয়ে ও মাথায় আঘাত করে খুন করেছে। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজসহ প্রশাসনের কর্মকর্তারা। এদিকে লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এই ধর্মগুরু বিগত ৩০ বছর ধরে ধর্ম প্রচার ও মানবসেবায় নিয়োজিত ছিলেন।

খাগড়াছড়িতে বৌদ্ধধর্মীয় গুরু হত্যা; নিন্দা
জানিয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়িতে বৌদ্ধধর্মীয় গুরু শ্রীমৎ বিশুদ্ধা থের (৫২) হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি জেলা সভাপতি ওয়াদুদ ভূইয়া।

সোমবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে ওয়াদুদ ভূইয়া বলেন- দেশে সঠিক গণতন্ত্র না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবস্থা বিরাজ করছে। যার উদাহরণ একজন ধর্মীয় গুরু এবং সংখ্যালঘুও নিরাপদ নন। দুর্বৃত্তরা বৌদ্ধ বিহারের ভেতরে ঢুকে ভিক্ষুকে হত্যা করার সাহস পাচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন- দেশে খুন গুম ও নৈরাজ্যের পরিবেশ তৈরি করেছে আওয়ামী লীগ সরকার।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র আন্দোলনে শামিল হয়ে এই অবৈধ রাতের সরকারকে উৎখাতেরও আহবান জানান।

বিবৃতিতে নিহতের পরিবার ও ভক্তদের প্রতি দুঃখ ও শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। তিনি দ্রুত এ হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান।