॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে বিলাস বহুল যাত্রীবাহী হানিফ বাস সড়ক দুর্ঘটনায় প্রতিত। ঢাকা থেকে ছেড়ে রাঙ্গামাটি গামী হানিফ বাসটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাঙ্গামাটি আসার পথে কাউখালী উপজেলাধীন ঘাগড়া ডাকবাংলো পুলিশ ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে হানিফ বাসের হেলপারসহ মোট ৬-৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় প্রতিত বাসের নাম্বার ঢাকামেট্টো-ব-১০৫৯৫১। বাসে প্রায় ২০-২৫ জন যাত্রী ছিল। অল্পের জন্য বেঁচে গেছে বাকি যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান,রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া ডাকবাংলো পুলিশ ক্যাম্প এলাকা এসে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের এক পাশে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে অনেক লোক কম বেশী আহত হয়েছে। তবে যার যার মতে সে সে জিএনজি করে প্রাথমিক চিকিৎসার জন্য চলে গেছেন। বাসের হেলপার রাঙ্গামাটি পৌর এলাকার ওমর ফারুকের ডান পা ভেঙ্গে গেছে এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া রাজা নগর এলাকার বাদশা মিয়া ডান চোখে প্রচন্ড আঘাত পেয়েছে। তারা দুজনেই রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাকিদের নাম জানা সম্ভব হয়নি। এদিকে বাস দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী,ফায়ার সার্ভিস,পুলিশসহ স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন। যদি পাহাড়ের পাদদেশে বাস পড়ে যেত তাহলে কেউ রক্ষা পেত না। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জনই করেন।শুনেছি বেশ কয়েক জন আহত হয়েছে।এর মধ্যে ২-৩জন গুরুতর আহত। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।