॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে দিনের পর দিন করোনা তার উত্তাপ ছড়াচ্ছে। প্রতিদিন সংক্রামনের হার বেড়েই চলেছে রাঙ্গামাটি জেলায়। আজ রাঙ্গামাটি পিসিআর ল্যাব ও এন্টেজিনায় ১৫৫ জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে ৫৫জনের পজেটিভ এসেছে। নমুনা পরীক্ষা অনুসারে সনাক্তের হার ৩৫.৪৮% পার্সেন্ট।
২৪ ঘন্টায় রাঙ্গামাটি পিসিআর ল্যাবে ৮৫ জন এবং এন্টেজিনায় পরীক্ষা করেছেন ৭০ জন। এর মধ্যে ৫৫ জন আক্রান্ত হয়েছে। রাঙ্গামাটি সদরে ৩৫ জন এবং কাপ্তাই উপজেলা ১৫ জন, বিলাইছড়ি ৪ জন এবং রাজস্থলীতে ১ জনের পজেটিভ আসে।
রাঙ্গামাটিতে এপর্যন্ত ২৭,৫০৯ জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে নেগেটিভ এসেছে ২৩,০৬০জনের। এরমধ্যে পজেটিভ এসেছে ৪,৪৪৯জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪জন।
রাঙ্গামাটিতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩,৯৭,১২১ জন, ২য় ডোজের টিকা নিয়েছেন ৩,০০,৯৯৪ জন। বুষ্টার ডোজ নিয়েছেন ৫৯৮জন।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, বর্তমান পরিস্থিতিতে করোনার সংক্রামন ঠেকাতে সচেতনতা বাড়াতে হবে। উপসর্গ দেখা দিলেই যাতে টেস্ট করে তার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন। স্বাস্থ্য বিধি যতো বেশী মানা যাবে সংক্রামনের হার তত দ্রুত কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।