॥ নিজস্ব প্রতিবেদক ॥
করোনা আবারো জেঁকে বসেছে রাঙ্গামাটির উপর। ক্রমশাই বাড়ছে সংক্রামনের হার। গতকাল ৩১ জন নমুনা পরীক্ষার বিপরীতে ১১ জননের পজেটিভ এসেছে। একদিনে শনাক্তের বিবেচনায় শতকরা হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ শতাংশ। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে রাঙ্গামাটি জেলাকে রেড জোনে রাখা হয়েছে। অন্য দিকে স্বাস্থ্য বিভাগের মতে রাঙ্গামাটি জেলা করোনা টিকার গ্রহণের হার ও অনেক বেশী।
রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন অফিস সুত্র জানায়, শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেয়া গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্ডিজেনে মোট ৩১ নমুনা পরীক্ষা করা হযেছে। তার মধ্যে ১১ জনের শরীরে করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৯ জন রাঙ্গামাটি সদর এবং ২ জন কাপ্তাই উপজেলার। একদিনে শনাক্তের বিবেচনায় শতকরা হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ শতাংশ। মোট বিবেচনায় এই হার ১৫ দশমিক ৯ শতাংশ।
প্রসঙ্গত, রাঙ্গামাটি জেলায় সংক্রামণ হার ১০ শতাংশের অধিক হওয়ায় গত ১২ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এই জেলাকে করোনার ‘রেড জোন’ এলাকা ঘোষনা করে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ১৫ জানুয়ারি পর্যন্ত রাঙ্গামাটিতে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ২৬ এবং দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে ২ লাখ ৮১ হাজার ৯৭ জনকে।