রাঙ্গামাটিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে জেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়–য়া. জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ জেলার প্রতিনিধিরা।

সভায় প্রশাসন থেকে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক দাবি করে বক্তারা বলেন আইন শৃংখলা বাহিনীর তৎপরতার কারনে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। জেলাকে মাদক মুক্ত রাখা সহ জনগণকে নিরাপত্তা দিতে কাজ করছে বলে জানায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।