রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ, ১৫ জানুয়ারী ভোট গ্রহণ

বিবিধ

আগামীতেও শ্রমিকদের কল্যাণে কাজ করে যাবো —মিজানুর রহমান বাবু

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ৯ টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে ফরম সংগ্রহ করে প্রার্থীরা। নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ১ জানুয়ারী ১২৫৩ জন ভোটার তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনে সভাপতির পদে ৩ জন, সহ-সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ১ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন সহ অন্যান্য পদে মনোনয়নপত্র স ংগ্রহ করছে সদস্যরা।

৩১ ডিসেম্বর শুক্রবার দুপুরে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ এবং সমিতির গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু মনোনয়নপত্র সংগ্রহের সময় বলেন, সমিতির কল্যাণে অতীতেও কাজ করেছি। আগামীতেও শ্রমিকদের কল্যাণে কাজ করে যাবো। তিনি বলেন, সমিতির দায়িত্ব যখন নিয়েছিলাম তখন সমিতি অনেক ভঙ্গুর অবস্থায় ছিলো। সেই ভঙ্গুর অবস্থা থেকে সমিতিকে একটি গঠন মুলক সমিতিতে পরিণত করতে পেরেছি। সমিতির কার্যক্রমকে এগিয়ে নিতে নিজের সর্বোচ্চটা দিয়েছি। আগামীতেও সমিতির কল্যাণে নিজের সব টুকু দিয়ে সমিতির সকল সদস্য ও সদস্যের পরিবারের জন্য করে যাবো।

শুক্রবার বিকাল পর্যন্ত সভাপতি পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, সমীর চন্দ্র দত্ত, সাবেক সভাপতি আলী আহম্মদ অলি, বর্তমান সভাপতি পরেশ মজুমদার। সহ-সভাপতি পদে মোঃ কবির মিয়া, সাধারণ সম্পাদক পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে তারা হলেন, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, মিজানুর রহমান বাবু।

যুগ্ম সম্পাদক পদে রবি বড়–য়া, সহ-সম্পাদক পদে ৪ জন এরা হলেন, মোঃ আমির হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ শাহ জাহান, মোঃ মনসুর আলী। সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ সেলিম বাঁধন। অর্থ সম্পাদক পদে মোঃ রহমত আলী, শম্ভু কুমার গুপ্ত। দপ্তর সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে তারা হলেন, মোঃ আব্দুল ছালাম ও শিবু রায়।