॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট কারচুপির মাধ্যমে নির্ধারিত প্রার্থীকে জিতিয়ে দেয়ার অভিযোগ তুলেছেন রাঙ্গামাটি পরিবহন শ্রমিকরা। রাঙ্গামাটি জেলা মিনিট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির মাধ্যমে নির্বাচন করে নির্ধারিত সময়ে ঘোষণা না দিয়ে রাঙ্গামাটি প্রেসক্লাবে নির্বাচনী ফলাফল ঘোষণা দেয়ায় ক্ষোভ জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দরা। রাঙ্গামাটি প্রেসক্লাবে ঘোষণা দেয়া নির্বাচিত কোন কমিটিকে কোন ভাবেই দায়িত্ব নিতে দেয়া হবে না। বর্তমান কমিটিকেই তারা সমিতির দায়িত্ব প্রাপ্ত কমিটি বলে মনে করেন।
নেতৃবৃন্দ এ ঘটনায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদস্যদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পুন নির্বাচনের দাবি জানিয়েছে পরিবহন নেতারা। দাবি মানা না হলে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারিও দেন তারা। বৃহস্পতিবার বিকালে রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবহন নেতারা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, গত ২৭ ডিসেম্বর রাঙ্গামাটি জেলা মিনিট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৭২ ঘন্টা অতিক্রম হলেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনে সর্বমোট ৬২২ ভোট গ্রহণ হলেও সভাপতি পদে ৬০৫, সাধারণ সম্পাদক পদে ৫৮৩ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৩৪টি বৈধ ভোটের কথা বলা হয়েছে। কিš‘ ভোট কারচুপির অভিযোগ তুলে প্রার্থীরা বাতিল ভোটের ব্যালেট দেখতে চাইলে নির্বাচন পরিচালনা কমিটি সেটি দেখাতে ব্যর্থ হন।
এসময় নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো. রুহুল আমিন বলেন, ‘২৭ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশনার। আমরা বিশ্বাস করে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমানকে প্রধান নির্বাচন কমিশনার করেছি; কিন্তু তিনি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি করেছেন। প্রার্থীদের জন্য ভোটারদের কাছ থেকে ভোট চেয়েছেন। ভোটের হিসেবে গরমিল করেছেন; এমনকি ৬২২টি ভোট গণনা করে তিনদিনেও নির্বাচিত কমিটি ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন। আমরা ইতোমধ্যে এর জবাব চাইতে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, তিনি যদি এর সদুত্তর দিতে ব্যর্থ হন; তাহলে আমরা আইনানুগ ব্যব¯’া গ্রহণ করবো।’
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলী আকবর আবু বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইমামুল ও হাসান সকালে ভোটগ্রহণ শুরু থেকেই অনিয়ম করে যাচ্ছেন। এ ব্যাপারে আমাদের প্রার্থীগণ প্রধান নির্বাচন কমিশনারকে বারবার বললেও তিনি কারো কথা শুনেননি। উল্টো তিনিও স্বেচ্ছাচারিতা করেছেন। নির্বাচনে ৬২২টি ভোট গ্রহণ করা হলেও ব্যালট উপস্থাপন করা হয়েছে ৬০৫টি। তাই আমরা কারচুপির নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে এছাড়াও সহ-সভাপতি পদপ্রার্থী আইয়ুব খান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কিশোর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুরুল আলম দিদার, কোষাধ্যক্ষ পদপ্রার্থী এম কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ২৭ ডিসেম্বর রাঙ্গামাটি জেলা মিনিট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৩ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে গত বুধবার রাঙ্গামাটি প্রেসক্লাবে নির্বাচন কমিশনাররা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ফল ঘোষণা করে। যাতে সভাপতি হিসেেেব এটিএম হাসমত উল্লাহ ও সম্পাদক হিসেবে সিরাজুল ইসলামসহ অন্যান্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।