রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ৩দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

রাঙ্গামাটি

নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানতে এই বইমেলা সহায়ক ভূমিকা পালন করবে–মোহাম্মদ মিজানুর রহমান

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন মিয়া, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানানোর পাশাপাশি বই পড়ার মাধ্যমে আলোকিত, জ্ঞাননির্ভর, সংস্কৃতিমনস্ক মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই বইমেলা সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, বই পড়ার মাধ্যমে জ্ঞান-ভিত্তিক আলোকিত সমাজ গড়ে তোলা, সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণ ও একটি সহনশীল, সামাজিক ও গণতান্ত্রিক চেতনাবোধ এবং সর্বোপরি জনসাধারণের মাঝে মানবিক মূল্যবোধ সৃষ্টি করা সম্ভব। আর বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত অসংখ্য বই এবং বঙ্গবন্ধুর লেখা বই তরুণ প্রজন্মকে নিরন্তর অনুপ্রেরণা দেয় বলেই মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই রকমের একটি বইমেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বনরূপা পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।