দূর্গম এলাকার মানুষের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করছে —নিখিল কুমার চাকমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দূর্গম এলাকায় বসবাসরত মানুষের ভাগ্যের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, পার্বত্য এলাকায় যেখানে বিদ্যুৎ পৌছানো সম্ভব না সেইসব এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৪০হাজার মানুষের মাঝে বিনামূল্যে সোলার বিদ্যুৎ প্রদান করা হবে। দূর্গম এলাকার উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বুধবার (২৯ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বোর্ডের নিজস্ব ভবনে গণশুনানী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণশুনানীতে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মো. হারুনুর রশিদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ বোর্ডের পদস্থ অন্যান্য কর্মকর্তারা এ সভায় অংশ নেন।
এসময় উপস্থিত বক্তারা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।