পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শূণ্য পদ পুরণের মাধ্যমে বোর্ডের কার্যক্রমকে আরো গতিশীল করে তোলা হবে— নিখিল কুমার চাকমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শূণ্য পদ পুরণের মাধ্যমে বোর্ডের কার্যক্রমকে আরো গতিশীল করে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, ইতিমধ্যে ১৫১ জন শূন্য পদ পুরণের জন্য মন্ত্রনালয়ে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। এ স্বপ্ন পুরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য জেলার দুর্গম এলাকা গুলোতে আমরা কাজ করে যাচ্ছি।
বুধবার ২৯ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী হল রুমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিক্ষা প্রণোদনা প্রদান, বিদায়ী সংবর্ধনা ও অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বোর্ডের কর্মচারী বীর মুক্তিযোদ্ধা রনজিত বড়ুয়া, বোর্ডের সাকে সভাপতি শামিম আহমেদ বক্তব্য রাখেন। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বোর্ডে র চেয়ারম্যানের সহধর্মি নী। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। এ সময় বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বোর্ডের কর্মচারীদের ছেলে মেয়েদের পুরস্কার বিতরণ করা হয় এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে প্রনোদনার অর্থ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহধর্মিনী।
পরে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।