রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের ছাত্র ছাত্রী ও প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসনের শীত কম্বল বিতরণ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল পুর্ণবাসন কেন্দ্রের প্রতিবন্ধী ছাত্র ছাত্রী ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আজ সকালে শহরের ষ্টেডিয়াম এলাকায় অবস্থিত প্রতিবন্ধী স্কুল পুর্ণবাসন কেন্দ্রে জেলা প্রশাসক মো: মিজানুুর রহমান শীতবস্ত্র বিতরণ করেন ।

এসময় রাঙ্গামাটি জেলা সমাজ সেবা বিভাগের উপপরিচালক মোঃ ওমর ফারুক, প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মদ, প্রতিষ্ঠানটি পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নুরুল আবছার সহ শিক্ষক শিক্ষিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, আমরা যদি তাদের পাশে সবাই সামর্থ্য অনুযায়ী দাড়াই তাহলে প্রতিবন্ধীরা দেশের সম্পদে পরিণত হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপ বেড়েছে অসহায় মানুষগুলো যেন শীতে কষ্ট না পায় তার জন্য তাদের পাশের দাঁড়ানোর আহবান জানান জেলা প্রশাসক।

দৈনিক গিরিদর্পন সম্পাদক বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব। রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল অনেক কষ্ট করে আজ এই অবস্থানে পৌছেছে। প্রতিবন্ধী স্কুলের মাধ্যমে রাঙ্গামাটির প্রতিবন্ধী ছেলে মেয়েরা যেমন শিক্ষা গ্রহণ করতে পারছে তেমনি প্রতিবন্ধী সন্তানের মায়েরা তাদের সন্তানদের চিন্তা কিছুটা দুর করতে পেরেছে। তারা সমাজের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা চারিয়ে যাচ্ছে। তিনি সকলকে প্রতিবন্ধী স্কুলের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধী ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।