রাঙ্গামাটি জেলা মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মোঃ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম। ২৭ ডিসেম্বর দিন ভর ভোটাররা আনন্দ ঘন পরিবেশে ভোট প্রয়োগ করেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্ধী নির্বাচন করেন। ভোটারদের ভোটে মোঃ সিরাজুল ইসলাম পেয়েছেন ২৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আলী আকবর আবু পেয়েছেন ২৩৫ ভোট। অপর প্রার্থী কিশোর চৌধুরী পেয়েছেন ৯১ ভোট।

নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। নির্বাচন হয়েছে সুষ্ট ও অবাধ। ভোটাররা নিরপেক্ষ ভাবে ভোট দিতে পেরেছে। ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভুল করেনি। তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা করতে পারতো। তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভোটারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে নির্বাচন করায় তারা ভোটারদের ধন্যবাদ জাানান।