॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচরের ৩ নং বুড়িঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুই মেম্বার প্রার্থীর মাঝে সংঘর্ষ হয়। এ ঘটনায় ২ শিশু সহ ৬ জন আহত হয়েছে। আহতরা সকলেই নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আহতরা হলেন, মোঃ-সুফিয়ান (১০), মোঃ-সাকিব (১০), বগাছড়ির মোঃ- নূর মোহাম্মদ(৩০), মোঃ- মুন্না(২২), মোঃ- দুলাল(৩৮), মোঃ- হুমায়ুন(৩২)।
অত্র ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী আব্দুল মালেক জানায়, কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোড়োগ প্রতিকে আমাকে বিজেতা ঘোষণার পর সকলে কেন্দ্রে ত্যাগ করলে এবং আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে ছেড়ে যাওয়ার পর আমার প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতিকের মোঃ- শহিবুল ইসলাম নিজ উপস্থিতিতে তার কর্মী সমর্থক নিয়ে আমার নির্বাচনী অফিসের সামনে এসে লাঠিসোটা নিয়ে কিল ঘুষি লাথিসহ এলোপাতাড়ি মারধর করে।
টিউবওয়েল প্রতিক প্রার্থী মোঃ-শহিবুল ইসলামের সাথে যোগাযোগ করতে চাইলে বেশ কয়েকবার তার মুঠোফোনে কল করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নানিয়ারচর থানা ওসি সুজন হালদার জানান, নির্বাচনে বগাছড়ি কেন্দ্রে ফলাফল ঘোষণার পর সংঘর্ষের বিষয়ে আইনি কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।