॥ নিজস্ব প্রতিবেদক ॥
চতুর্থ ধাপে রাঙ্গামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০টি ইউপিতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রাঙ্গামাটির রাঙ্গামাটির ১০টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষ সাড়িবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতীহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গামাটির ভোট কেন্দ্রগুলোতে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব ইউনিয়নের ভোট কেন্দ্রে নারী-পুরুষ সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন চলাকালীন সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৪র্থ ধাপে জেলার দুই উপজেলার মোট ১০টি ইউনিয়নে ৩৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ছড়াছড়ি।
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমা নাজনীন ও নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ভুপতি রঞ্জন চাকমা বলেন, রাঙ্গামাটি জেলার ২টি উপজেলার ১০টি ইউনিয়নে ৮টি উপজেলায় আওয়ামীলীগ ও আঞ্চলিক দল গুলো প্রার্থীতা দিয়েছেন। তবে নানিয়ারচরের দুটি ইউনিয়ন সাবেক্ষ্যং ও ঘিলাছড়িতে আওয়ামীলীগ কোন প্রার্থী দিতে পরেনি।
এদিকে, নির্বাচনে কঠোর নিরাপত্তার ও আইন-শৃঙ্খল রক্ষায় জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ-আনসার ও বিজিবিসহ নিবার্হী ম্যাজিষ্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন।